আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহিয়া'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আজ ৮ জুলাই'২১ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এ শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, মরহুম মাওলানা সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহিয়া অসাধারণ মেধাবী একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন। ইসলামী বিপ্লব ও সমসাময়িক বিষয়ে তাঁর ক্ষুরধার ও বিশ্লেষণধর্মী লেখাগুলো এখনো বিপ্লব প্রত্যাশীদের নিত্যদিনের পাঠ্য হয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অগ্রযাত্রায় তাঁর শ্রম, ঘাম ও নিরলস পরিশ্রম আজীবন স্বরণীয় হয়ে থাকবে। তিনি তৎকালীন প্রথম সারির ইসলামী পত্রিকা ‘মাসিক কাবার পথে’ ও ‘সাপ্তাহিক ইসলাহ’ এর সম্পাদক ছিলেন।
তারা বলেন, আল্লাহ তায়ালা মরহুমের জীবনের যাবতীয় ভূল ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজনসহ সকলকে সবরে জামিল দান করুন।
এমডব্লিউ/