রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


নেতানিয়াহুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলিদের উপহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর রাষ্ট্রীয় বাসভবন ছাড়লেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তিনি জেরুসালেমের সরকারি বাড়িটি ছেড়ে যান। এএফপি।

এর আগে ক্ষমতার তিন মেয়াদে ১২ বছর ধরে ওই বাড়িটিতে ছিলেন নেতানিয়াহু।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অস্বীকার করে তিনি অভিযোগগুলোকে তার বিরুদ্ধে বামপন্থি চক্রান্ত হিসাবে অভিহিত করেন।

রোববার প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা উপহাসমূলক মন্তব্য শুরু হয়েছে।

একজন তাকে ‘ক্রাইম মিনিস্টার’ নাম দিয়ে পোস্ট দিয়েছেন।

আরেকজন লিখেছেন, ‘চোরেরা সপরিবারে রাতেই পালায়'।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রোববারই নাফতালি বেনেট ওই বাড়িতে স্থানান্তরিত হবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ