শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

টিকার মিশ্র ডোজকে বিপজ্জনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির নীতি পরিবর্তন করে মিশ্র টিকা দেয়ার ঘোষণা দিয়েছে। চীনের সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেয়ার পরেও কয়েকশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর টিকা নীতিতে পরিবর্তন এনেছে দেশটি। খবর বিবিসি।

অপর দিকে করোনার টিকার এ মিশ্র ডোজ বা বিভিন্ন কোম্পানির টিকা নেয়াকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তবে করোনার টিকার মিশ্র ডোজ প্রয়োগের ফলাফল সম্পর্কে কোনো গবেষণা বা তথ্য-প্রমাণ না থাকার কথা উল্লেখ করেছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১২ জুলাই) এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে সৌম্য স্বামীনাথন জানান, করোনার টিকার মিশ্র ডোজে কিছুটা বিপজ্জনক প্রবণতা রয়েছে। কারণ হিসেবে টিকার মিশ্র ডোজ নিয়ে এখনো সংস্থার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই বলে জানান এই বিজ্ঞানী।

এদিকে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রথমে চীনের সিনোভ্যাক টিকার একটি ডোজ দেয়ার পর পরবর্তী ডোজে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে এবং সিনোভ্যাকের দুই ডোজ টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। এসব স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় সিনোভ্যাক ডোজ দেয়ার তিন থেকে চার সপ্তাহ পর তৃতীয় ডোজটি দেয়া হবে।

থাইল্যান্ড এই ঘোষণা দেয়ার পর টিকার মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে সৌম্য স্বামীনাথন বলেন, নাগরিকেরা যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ