বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


ফিটনেস ধরে রাখার গোপন রহস্য জানালেন ৬৮ বছর বয়সী মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উপমহাদেশের প্রসিদ্ধ আলেম ও দায়ী মাওলানা তারেক জামিলের ভক্তদের বড় একটি অংশ তার ফিটনেসের পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানতে আগ্রহ ও কৌতূহল প্রকাশ করেছেন। তাদের কৌতূহলের প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল নিজের ফিটনেসের গোপন রহস্য জানিয়েছেন।

একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা তারিক জামিলকে  হোস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তার ফিটনেস সম্পর্কে।

فوٹو: سوشل میڈیا

হোস্টের প্রশ্নের প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল তার নিজের ঘরে থাকা জিমের সরঞ্জামাদিকে ফিটনেসের পেছনে লুকিয়ে থাকা গোপন রহস্য বলে উল্লেখ করেন।

মাওলানা তারিক জামিল বলেন, তিনি নিয়মিত জিম করেন।  একদিন ইয়োগা ও একদিন জিম করেন বলে জানান  পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী জনপ্রিয় এই দায়ী আলেম ।

فوٹوبشکریہ سوشل میڈیا

মাওলানা তারেক জামিল আরো বলেন, কলেজ লাইফ থেকেই তার এক্সাসাইজ করার ও ফিট থাকার ইচ্ছে ছিল। নিয়মিত অনুশীলন ও ইয়োগার মাধ্যমে এই বয়সেও তার ফিটনেস ঠিক আছে বলে জানান তিনি।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ