আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারী থেকে আশু মুক্তির লক্ষ্যে আগামীকাল ঈদুল আজহার জামাত শেষে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এই অনুরোধ জানিয়েছেন।
নেতৃদ্বয় আরো বলেন, প্রাণঘাতী করোনা মহামারী মহান আল্লাহর পক্ষ থেকে গোটা মানবজাতির জন্য একটি পরীক্ষা।
নেতৃদ্বয় সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন ঈদের নামাজ আদায়ের পর মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা করোনা মহামারি থেকে মুক্তি কামনা ও নিজেদের পাপ পঙ্কিলতা থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দল-মত নির্বিশেষে সকল মুসলমানকে তওবা, ইস্তেগফার এবং রোনাজারি করে দোয়া করতে হবে। নিশ্চয় মহান আল্লাহ ক্ষমাশীল।
এমডব্লিউ/