শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি বলেছেন, তার দেশে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী লড়াইয়ের জন্য মার্কিন সেনার কোনো প্রয়োজন নেই। ওয়াশিংটন সফরের আগে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরাকের প্রধানমন্ত্রী।

আল-খাদেমি বলেন, তাদের দেশে পুনরায় (মার্কিন সেনা) মোতায়েনের বিষয়ে চলতি সপ্তাহে আনুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে। মুস্তফা আল-খাদেমির ওয়াশিংটন সফরে যাওয়ার আগে রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে এপি।

ইরাকের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরাক এখনো প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যাপারে আহ্বান জানাবে। গত এপ্রিলে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে শুরু হওয়া চলমান আলোচনায় একটি সময়সীমা জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন খাদেমি।

তিনি আরো বলেন, ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনার প্রয়োজন নেই। আইএস বিরোধী লড়াই এবং আমাদের বাহিনীর প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচির দরকার আছে। সেটা নির্ভর করছে আলোচনার ওপর, ওয়াশিংটনে আলোচনায় আমরা বিষয় উপস্থাপন করব। সোমবার ওয়াশিংটনে কৌশলগত বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী এমন সময় এই ধরনের মন্তব্য করলেন এবং ওয়াশিংটন সফরে যাচ্ছেন যখন তার সরকারের ওপর দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাচারের চাপ বাড়ছে।

গত বছরের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের মৃত্যুর পর সেই চাপ ক্রমেই বাড়তে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ