শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


হজ শেষে মসজিদুল হারামে পৌঁছেছে ওমরাপালনকারীদের প্রথম কাফেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সফল ও সুরক্ষিত হজ আদায় শেষে ওমরা পালনের জন্য রবিবার মসজিদুল হারামে পৌঁছেছেন ওমরা পালনে ইচ্ছুকরা।

আরব নিউজের খবরে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সর্তকতা অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রেখে ওমরার জন্য নির্দিষ্ট দরজা দিয়ে হারাম শরীফে প্রবেশ করছেন উমরা পালনকারীরা প্রবেশ করছেন।

এর আগে হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছিলেন, হজ মৌসুম শেষ হওয়ার পর এখন আমরা ওমরা আদায়কারীদের স্বাগত জানাতে প্রস্তুত।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, ওমরা পালন করতে ইচ্ছুক এমন ব্যক্তিরা এখন থেকে ইতামারনা অ্যাপের মাধ্যমে আগের মত আবারো ওমরা ও মসজিদুল হারামে নামাজ আদায় জন্য সময় নিতে পারবেন।

হারামাইন কর্তৃপক্ষ হজ মৌসুম শেষ হওয়ার পর হারাম শরীফসহ আশপাশের সমস্ত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজিং-এর কাজ সম্পন্ন করেছেন।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছেন, হাজীদের জন্য হারাম শরীফের যে দরজা গুলো খোলা হয়েছিল তা এখন বন্ধ করা হয়েছে। ওমরা আদায়কারীরা আগে যেসব দরজা ব্যবহার করতেন এখন থেকে সে দরজাগুলো ব্যবহার করে হারাম শরীফে প্রবেশ করতে পারবেন।

হারাম শরীফ থেকে মাতাফ পর্যন্ত বিশেষ ট্র্যাকের ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই তাওয়াফ করতে পারবেন।

এমনিভাবে তাওয়াফ শেষে দুই রাকাত সুন্নত আদায়ের জন্যও জায়গা নির্ধারণ করা হয়েছে। নামাজের জন্য এই জায়গা ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও হারামাইন কর্তৃপক্ষ  মসজিদুল হারামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

প্রসঙ্গত,  এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ আল-মাশহাত বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ। আগামী২৫  জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন ২০ হাজার লোককে ওমরার অনুমতি দেয়া হবে। পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। সাত মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবার ওমরা চালু করা হয়। ওই সময় প্রতিদিন ছয় হাজার ব্যক্তিকে ওমরার অনুমতি দেয়া হয়। পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। হজের কারণে ওমরা পালন স্থগিত ছিল।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ