শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ফ্রি-ফায়ার গেমসকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বাবা নিহত ও ছেলে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পোরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমসকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল ।

এবিষয়ে জানা যায়, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমজাদ হুসেনের ছেলে সুজন (১৮) আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুল ইসলামের ছেলে ইলফাজ (১৬) তিনজনই মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো। এ সময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে নিহত শহিদুল ইসলামের ছেলে ইলফাজ জাকিরের পক্ষপাতিত্ব করে।ইলফাজের পক্ষপাতিত্ব করায় সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজ দুজনকেই মারধর করে।

পরবর্তীতে ইলফাজের বাবা নিহত শহিদুল ইসলাম (৫৪) তাদের ঝগড়ার প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে।এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাক্ত হয়।স্থানীয়রা আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ