শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


কাসেমুল উলূম মাদরাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহ.-এর সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কুমিল্লা কাসেমুল উলূম ও বরুড়া মাদরাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহিমাহুল্লাহু-এর সহধর্মিণী ও লেখক মাওলানা জুবাইর আহমদ আশরাফের মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ( ১ আগষ্ট) রোববার দুপুর সোয়া বারোটায় বার্ধক্যজনিত রোগে কুমিল্লায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমার নাতি মাওলানা কাউসার জামিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ মেয়ে ও ৩ ছেলের জননী ছিলেন। তার জীবদ্দশাতেই ২ ছেলের ইন্তেকাল হয়েছে।

বাদ এশা ধনুয়াখালা নিজ গ্রামে মরহুমার  জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মহিয়সী এই নারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন অনেকেই। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রূহের মাগফিরাত কামনা করেছেন তারা।

শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহিমাহুল্লাহু ২০০০ সালে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকাল ১১ টার কিছু পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ও মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ-এর মা।

এর আগে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ