বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

নরসিংদী জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়জিদ আহমদের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১ আগষ্ট) বেলা ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম।

জানা যায়, মরহুম সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। আজ হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনার পথেই তার ইন্তেকাল হয়।

এরপর বাদ আছর নরসিংদীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

ছাত্র জমিয়তের শোক

এদিকে নরসিংদী জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ (১লা আগস্ট) রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ছাত্র জমিয়তের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোক বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, প্রিয় সহকর্মী বায়জিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম সাহেব একজন উদার মনের মানুষ ছিলেন। অত্যন্ত পরহেজগার ধার্মিক এবং আলেম-উলামা ভক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। আজ হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনার পথেই আনুমানিক বেলা ১১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিয় সহযোদ্ধার পিতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ'র দরবারে দোয়া করছি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ