শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

বাসায় বসে করোনার টিকা, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজ বাসায় বসে করোনার টিকা গ্রহণ করেছেন মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তি। চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার জাকির হোসেন রোডের একটি ফ্ল্যাটে বসে এই টিকা নেয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরে টিকা গ্রহীতার পাশাপাশি টিকা ম্যানেজ করে দেয়ার অভিযোগে মোবারক আলী নামে এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে মোবারক আলীকে এবং রবিবার রাতে হাসানকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

ওসি বলেন, ফেইসবুকে এমডি হাসান নামের একটি আইডি থেকে নিজ বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট করার বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে রবিবার রাতেই খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসায় অভিযান চালিয়ে টিকা গ্রহীতা হাসানকে আমরা আটক করি। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টিকা ম্যানেজ করে দেয়া স্থানীয় মোবারক আলীকে সোমবার সকালে গ্রেফতার করি।

ওসি আরও বলেন, যেখানে মানুষের ভিড়ের কারণে টিকা কেন্দ্রগুলো সামাল দিতে পুলিশ হিমসিম খাচ্ছে, সেখানে বাসায় গিয়ে টিকা দেয়ার বিষয়টি সন্দেহজনক। তাই এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার এমডি হাসান নামের আইডি থেকে ফেইসবুকে নিজ বাসায় টিকা নেয়ার ছবি পোস্ট করে ফেসবুকে লেখেন, “আলহামদুল্লিাহ মডার্নার ১ম ডোজ সম্পন্ন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য।”

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ