শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার (১০ আগস্ট) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশজুড়ে চলমান গণটিকাদান কর্মসূচির আওতায় এই কার্যক্রম চলছে।

প্রথম দফায় ৫৬টি কেন্দ্রে ৪৮ হাজার রোহিঙ্গাকে (যাদের বয়স ৫৫ বছরের ঊর্ধ্বে) করোনা টিকা দেয়া হচ্ছে। একই সময়ে ক্যাম্পের মাঝি (দলনেতা), মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত ১৮ হাজার স্বেচ্ছাসেবককেও টিকা দেয়া হচ্ছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামছু দ্দোজা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমামসহ সবমিলিয়ে প্রথম দফায় ৬৬ হাজার জনকে টিকা দেয়া হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত টিকাদান চলবে। টিকাদান শেষেই বলা যাবে প্রথমদিনে কতজন রোহিঙ্গা টিকা নিয়েছেন। তবে স্বতঃস্ফূর্তভাবে টিকাদানে সাড়া অব্যাহত রয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, জেলায় ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ১৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৯ হাজার ২৯৭ জনের জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার মধ্যে দুই হাজার ৬৫৪ জন শরণার্থী। এখন পর্যন্ত জেলায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই ছিলেন রোহিঙ্গা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ