বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

উম্মাহর কল্যাণকামী ছিলেন মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর চিন্তা ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর ১১ তম মৃত্যুদিবসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘আর এ আর বুকস্টোর’ এর সৌজন্যে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন মাওলানা ইমদাদুল হক।

তিনি তার প্রবন্ধে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর জীবন, চিন্তা ও কর্ম বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. ছিলেন ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণকামী। এ প্রচেষ্টাই ছিল তাঁর জীবনের একমাত্র ব্রত। তিনি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত। কিন্তু তিনি মাঝে মাঝেই বলতেন, ‘কবে যে অন্য সকল কাজ থেকে অবসর হয়ে নিজের কাজ শুরু করতে পারব!’ ‘নিজের কাজ’ বলতে তিনি দাওয়াতি কাজকে বোঝাতেন। দাওয়াতি কাজে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতেন। তাঁর মূল দাওয়াত ছিল অমুসলিম, খ্রিষ্টান মিশনারির প্রতারণায় ঈমান হারানো মুসলিম সন্তান ও দীন বিমুখ মুসলিমদের মাঝে।’

ইলিয়াস আব্দুল্লাহর উপস্থাপনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, মাওলানা ওমর আলী প্রতিষ্ঠিত মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, নওলামারী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, R A R Bookstores- এর পক্ষে আব্দুল্লাহ আল সাঈদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত হাফেজ মাহদি হাসান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে পাঞ্জাতন পাঠচক্র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ