বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

নোয়াখালীতে করোনা থেকে সুস্থতার হার ৭৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে করোনায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২২ জন। এর মাঝে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪৮ জন।

জেলায় বর্তমানে আইসোলেশনে ও কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৭৬২ জন। ইতোমধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ২১২ জন।

শনিবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, জেলায় সুস্থতার হার সন্তোষজনক। এ পর্যন্ত সুস্থ হয়েছেন নোয়াখালী সদরের চার হাজার ৪৮৯ জন, সুবর্ণচরের ৫৫০ জন, হাতিয়ার ২৩৩ জন, বেগমগঞ্জের দুই হাজার ৭৭৭ জন, সোনাইমুড়ির এক হাজার ৩৫৬ জন, চাটখিলের ৮২৮ জন, সেনবাগের ৮৩৬ জন, কোম্পানীগঞ্জের এক হাজার ৪১৮ জন ও কবিরহাটের এক হাজার ১৬১ জন।

মোট আক্রান্ত হয়েছেন নোয়াখালী সদরের ছয় হাজার ২৬৩ জন, সুবর্ণচরের ৬৭২ জন, হাতিয়ায় ২৬৯ জন, বেগমগঞ্জে তিন হাজার ৩৮৬ জন, সোনাইমুড়ীতে এক হাজার ৬৭৪ জন, চাটখিলে এক হাজার ১৭৪ জন, সেনবাগে এক হাজার ২৯৩ জন, কোম্পানীগঞ্জে দুই হাজার ২০২ জন ও কবিরহাটে এক হাজার ৬৮৯ জন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ হাজার ৬২২ জনের পজিটিভ ও এক লাখ তিন হাজার ৮২৮ জনের নেগেটিভ পাওয়া গেছে। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ