শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে ব্যবস্থা নিতে মাঠে নেমেছি: মেয়র রেজাউল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরে এখনো ডেঙ্গু তেমন তীব্র আকার ধারণ করেনি মন্তব্য করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, তবুও আমরা আগেভাগে ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সেই ব্যবস্থা নিতে মাঠে নেমে পড়লাম।

৪১টি ওয়ার্ডে আমাদের ১৫শ’ আরবান কমিউনিটি ভলান্টিয়ার ডেঙ্গু মোকাবেলায় ডোর টু ডোর ক্যাম্পেইনে নগরবাসীকে সচেতন করতে কার্যক্রম চালাবে। এ কার্যক্রমে নিয়োজিত থাকবে চসিকের পরিচ্ছন্ন সেবক ও কর্মীরা। তবে নগরবাসীকেও আমাদের লোক ও ভলান্টিয়ারদের সহযোগিতা করতে হবে।

সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের আবাসিক এলাকার বি-ব্লকের ১১ নম্বর সড়কের নালা-নর্দমায় নতুন মশার ওষুধ ‘মসকুবা’ ছিটিয়ে মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ময়লা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য ওয়ার্ল্ডভিশনের ৬টি থ্রি হুইল ভ্যান মেয়রের কাছে হস্তান্তর করা হয়।

মেয়র বলেন, আমি জনগণের সেবক। নগবাসীর মতামতের ভিত্তিতে আমি নগর কার্যক্রম পরিচালনা করতে চাই। এ জন্য নগরবাসীর সহায়তা প্রয়োজন। এখন আমরা তিনটি সমস্যা নিয়ে রীতিমত যুদ্ধ করছি। সমস্যাগুলো হলো করোনা মহামারি, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। তিনটি সমস্যাই জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

তিনি বলেন, মশক নিধন ও ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম তদারকির জন্য চসিকের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির তিন সদস্য হলেন- প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. মোবারক আলী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।

‘আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কীটতত্ত্ববিদ ও কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও যাচাই-বাচাই করে নতুন মশার ওষুধ কিনেছি। এখন নগরবাসীকেও চসিকের পাশাপাশি সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ড্রাম, মাটির পাত্র, বালতি, ডাবের খোসা, ব্যাটারি সেল, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ৩ দিন পর পর ফেলে দিতে হবে।’

‘ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি পরিষ্কার করতে হবে। অব্যবহৃত পাত্র উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। এ নির্দেশনা পালনে কোনো অবহেলা করলে চসিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ি বা আবাসিক গৃহের মালিককে জরিমানা করবে।’

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ