বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীর মরদেহ মিলল ডোবায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতাল থেকে নিখোঁজের পাঁচ দিনপর করোনায় আক্রান্ত সোনামিয়া ফকিরের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনামিয়া ফকির উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। পেশায় তিনি একজন রিকশা চালক ছিলেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা অ্যান্টিজেন পরীক্ষা করলে পজিটিভ হয়। ওই দিনই চিকিৎসার জন্য তিনি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট (সোমবার) রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সোনামিয়া ফকিরের ছেলে আবদুর রহমান ফকির বলেন, ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে হাসপাতালে দেখে আসি। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ তার মরদেহ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শামসুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কিন্তু তখন পরিবার তার কোনো খবর নেননি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কি হয়েছিল জানা নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ