আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ আগস্ট) বিকালে ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রাম থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ মাতুববর নামের এক ব্যক্তিকে আটক করে অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রাম সামাদ মাতুববরে বসত ঘরে অভিযান চালায়। অভিযানে তার ঘরের স্টিলের আলমারী ভেতর গোপন ড্রয়ারে পলিথিন মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় ওই পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।
তিনি জানান, বিপুল সংখ্যক ইয়াবা রাখা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে সামাদ মাতুববরকে (৪৮) আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
-এএ