আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ১৯২ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।
মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে পাওয়া মমেকের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৫ জনের মধ্যে ৪জন করোনা আক্রান্ত হয়ে এবং ১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মমেকের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মুহা. মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহের খালেদা বেগম (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) ও গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।
-এএ