আওয়ার ইসলাম ডেস্ক: বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠির সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে।
এ সময় ভাঙনের নিচে চাপা পড়ে স্থানীয় আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশি চালায় বলে জানিয়েছে ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, নির্মাণের সময়ই বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনে তা করা হয়নি। ধীরে ধীরে ভবনের বেজমেন্টের মাটি সরে গিয়ে আজ অর্ধেকটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশ এখন শুধু পিলারের ওপর দাঁড়িয়ে আছে।
এ অংশটুকু যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশংকা করছেন স্থানীয়রা। ভাঙনের ফলে বিদ্যালয়টির প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে এবং প্রাকৃতিক দুর্যোগে পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোনো স্থান থাকবে না।
-এটি