শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

সিলেট নগরীর ১১ স্থানে মিলল এডিশ মশার লার্ভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট নগরীতে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে ১১টি স্থানে ওই মশার লার্ভার সন্ধান নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, বর্ষা মৌসুমে পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিশ মশার জন্ম হয়। যার কারণে নগরীতে যাতে ওই মশা জন্মাতে না পারে সেজন্য সম্ভাব্য স্থানগুলোতে গেল এক মাস থেকে নিয়ম মাফিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর ১১টি স্থানে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে।

সেসব জায়গা হচ্ছে- নগরীর হাওয়াপাড়ার সিসসিলা নার্সারি, লামাবাজারের হাবিব টাওয়ারের গ্যারেজ, সিলভ্যালী টাওয়ারের গ্যারেজ, সুবিদবাজারের একটি টাইলসের দোকান,পাঠান্টুলার একটি বাসা, ২৬ নং ওয়ার্ড সহ মোট ১১টি জায়গায় এ পর্যন্ত ওই মশার লার্ভা পাওয়া গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, যেসব জায়গায় ওই মশার লার্ভা পাওয়া গেছে আমরা প্রথম অভিযানের পর আবার কয়েকবার পরিদর্শন করেছি। যাতে এডিশ মশার লার্ভা না থাকে। তিনি বলেন, সাধারণত বাসার ফুলের টব, ডাবের খোসা, টায়ারের দোকানসহ পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিশ মশার জন্ম হয়।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। যাতে কারো বাসাবাড়ি, দোকান কিংবা কোন জায়গায় জমে থাকা পানি না থাকে। কারণ এসব জায়গায় ওই মশার জন্ম হয়। এছাড়া সিলেটে ইতোমধ্যে একজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। সেখান থেকে তিনি সংক্রমিত হয়ে সিলেটে এসেছিলেন। পরে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার পর ঢাকায় ফিরে যান।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ