আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নয়জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহা. মাসুম বিল্লাহ এই আদেশ দেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ওই আদালতে ২১ জন আসামির জামিন আবেদনের শুনানি হয়। বিচারক মুহা. মাসুম বিল্লাহ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
পরে নয়জনের জামিন মঞ্জুর করলেও বাকিদের ব্যাপারে কোনো আদেশ দেননি আদালত।
এদিন আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাভোকেট তালুকদার মুহা. ইউনুস। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম জাহাঙ্গীর।
আসামি পক্ষের আইনজীবী তালুকদার মুহা. ইউনুস বলেন, জামিন পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।
-এএ