বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠীর টি.আই. নিজাম এর বাড়িতে মসজিদ উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ আছর তিনি এ মসজিদ উদ্বোধন করেছেন। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর।

মসজিদ উদ্বোধন উপলক্ষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

এ সময় তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। হাদিসে আছে, দুনিয়ায় যে একটি মসজিদ বানালো, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য একটি বালাখানা বানাবেন। তাই মসজিদ নির্মাণের পাশাপাশি এর হেফাজত করতে হবে। এর রক্ষণাবেক্ষণ করতে হবে। নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদের অন্যান্য হক আদায় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মসজিদে যতদিন বাচ্চাদের যাতায়াত থাকবে ততদিন দীন থাকবে। নামাজ থাকবে। ইসলাম থাকবে। বাচ্চাদের যাতায়াত কমে গেলে দীন ইসলাম থাকবে না। নামাজ থাকবে না। তাই বাচ্চাদের বেশি বেশি মসজিদে আসতে উৎসাহ প্রদান করুন। তারাই আমাদের ভবিষ্যৎ। নামাজের প্রতি তাদের উদ্বুদ্ধ করুন।’

মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্থানীয় হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আহমদ তালুকদার, সাহেবের হাট বন্দর থানার পুলিশ কর্মকর্তা, স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদে কমিটির সভাপতি, সেক্রেটারিসহ মসজিদের মুসুল্লিগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ