বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের।

শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ২১১ জনে দাঁড়ালো। তাদের মধ্যে ৬৮২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জনের। তাদের মধ্যে ৭১ হাজার ৮৬৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ২৬ হাজার ৮৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৭০০টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৩, বিআইটিআইডি ল্যাবে ৮১ ও সিভাসু ল্যাবে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৮টি নমুনা পরীক্ষায় ১৬, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৫১৭টি নমুনা পরীক্ষায় ১৩, মা ও শিশু হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় দুই ও ইপিক হেলথ কেয়ার ৮২টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯২টি নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ