বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

চন্দনাইশ কানাইমাদারী মাদরাসার পরিচালক হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ও জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির সাবেক শায়খুল হাদিস আল্লামা ইছহাক কানাইমাদারী রহ. এর হাতেগড়া প্রতিষ্ঠান চন্দনাইশ কানাইমাদারী জায়নুল উলুম মাদরাসার পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাওলানা ওবাইদুল্লাহ হামজাকে। মাওলানা তাজুল ইসলামকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানটির শুরা কমিটি এক বছরের জন্য তাদের এই পদে নিয়োগ দেয়। এছাড়া অত্র প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কমিটি (মজলিসে শুরা) পুনর্গঠন করা হয়।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারীর সভাপতিত্বে মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরা সদস্য মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ আওয়ার ইসলামকে জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর মজলিশে শুরা গঠন করে শিক্ষা, সংস্কৃতি ও তাহজিব-তামাদ্দুনের প্রচার-প্রসার বৃদ্ধি করার লক্ষে উদ্যোগ গ্রহণ করে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত মজলিসে শুরার সদস্যরা হলেন- আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী, মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা সিরাজুল হক, মাওলানা ওসমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, দুবাই জেরওয়ানি মসজিদের ইমাম মাওলানা হাফেজ নূর হোসাইন, মাওলানা আবু তাহের, খাইরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সোহাইল সালেহ, মাওলানা মুজ্জাম্মেল, আমানুল্লাহ, মুজ্জাম্মেল হক, মাওলানা মুহাম্মদ তৈয়ব বিন তালেবুল্লাহ, কারী মোজাহের, মাওলানা আবদুস সাত্তার,মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মুহাম্মদ কাসেম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ