বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

চন্দনাইশ কানাইমাদারী মাদরাসার পরিচালক হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ও জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির সাবেক শায়খুল হাদিস আল্লামা ইছহাক কানাইমাদারী রহ. এর হাতেগড়া প্রতিষ্ঠান চন্দনাইশ কানাইমাদারী জায়নুল উলুম মাদরাসার পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাওলানা ওবাইদুল্লাহ হামজাকে। মাওলানা তাজুল ইসলামকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানটির শুরা কমিটি এক বছরের জন্য তাদের এই পদে নিয়োগ দেয়। এছাড়া অত্র প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কমিটি (মজলিসে শুরা) পুনর্গঠন করা হয়।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারীর সভাপতিত্বে মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরা সদস্য মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ আওয়ার ইসলামকে জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর মজলিশে শুরা গঠন করে শিক্ষা, সংস্কৃতি ও তাহজিব-তামাদ্দুনের প্রচার-প্রসার বৃদ্ধি করার লক্ষে উদ্যোগ গ্রহণ করে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত মজলিসে শুরার সদস্যরা হলেন- আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী, মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা সিরাজুল হক, মাওলানা ওসমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, দুবাই জেরওয়ানি মসজিদের ইমাম মাওলানা হাফেজ নূর হোসাইন, মাওলানা আবু তাহের, খাইরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সোহাইল সালেহ, মাওলানা মুজ্জাম্মেল, আমানুল্লাহ, মুজ্জাম্মেল হক, মাওলানা মুহাম্মদ তৈয়ব বিন তালেবুল্লাহ, কারী মোজাহের, মাওলানা আবদুস সাত্তার,মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মুহাম্মদ কাসেম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ