বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দু'বার করোনার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার রংপুরে পাঁচ মিনিটের ব্যবধানে আছিয়া খাতুন (৭৯) নামে একজনকে পরপর দু'বার করোনার টিকা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনকে একই দিনে একাধিকবার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ আছিয়া খাতুনের ক্ষেত্রে এ ঘটনা ঘটল।

আছিয়ার পুত্রবধূ রওশন আরা বলেন, স্বামী, শাশুড়িসহ সকাল সাড়ে ১১টায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে যাই। সেখানে বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হলে একটি কক্ষে আমার শাশুড়িকে প্রথমে ডান হাতে একটি টিকা দেওয়া হয়। এরপর আমি টিকা নিয়ে ওই কক্ষে এসে দেখি আবারও তার ডান হাতে টিকা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আমার শাশুড়িকে কিছুক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দেন।

বৃদ্ধাকে দু'বার টিকা দেওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, আমরা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কোনো সমস্যা না হওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তার খোঁজ-খবর রাখা হচ্ছে।

রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে এখনও অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে দেখব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ