বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


'করোনায় স্কুল বন্ধ থাকায় দুর্ভোগে দক্ষিণ এশিয়ার কয়েক কোটি শিশু'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর কয়েক কোটি শিশু দুর্ভোগে রয়েছে।

পাশাপাশি অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ইন্টারনেট সংযোগের অভাবে তা আরও মারাত্মক হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক জর্জ লেরিয়া আদজেই দেশগুলোর কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত স্কুল খুলে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মহামারির আগেও এই অঞ্চলের ৬০ শতাংশ শিশুই ১০ বছরের আগে ঠিক মতো পড়তে ও লিখতে জানতো না। আর মহামারির সময়ে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এসব শিশুরা আরো পিছিয়ে পড়েছে। সংস্থাটি জানায় করোনার সময় স্কুল বন্ধ থাকায় অঞ্চলটির ৪৩ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ