শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


শহিদ মিনার এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে শহিদ মিনারের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ছেলে নবজাতকের বয়স একদিন হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, একটি কাপড়ের ব্যাগে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, কে বা কারা নবজাতকে এখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ