বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

লবন্দহ খালে গোসলে নেমে ৩ স্কুলছাত্রীর মৃত্যু, এক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের লবন্দহ খালে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), সে জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী, একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪), সে জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), সে পাইনশাইল গ্রামের গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

নিখোঁজ শিশু পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী রিয়া আক্তার (১০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালে এখন এখন অথৈ পানি। প্রতিদিন সেখানে আশপাশের শিশু-কিশোররা গোসল করতে নামে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ পাঁচ-ছয় শিশু গোসল করতে নামে। ওই চারজন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। খালের পাড়ে থাকা অন্য শিশু-কিশোররা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।

দুজন পাড়ে উঠেতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। তবে পাইনশাইল গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, বিকাল ৪টা পর্যন্ত তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ