বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা আব্দুস সালাম রহ. ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভার উপজেলা উলামা পরিষদের স্মরনসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন হেফাজতে ইসলামের প্রয়াত আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচলানা বোর্ডের সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী ও ও আরেক পরিচালক আল্লামা আব্দুস সালাম চাটগামী ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ৷

আজ বৃহস্পতিবার ১৬ আগষ্ট দুপুর ২ টা থেকে জামিয়া ইসলামিয়া কর্নপাড়া সাভার মাদ্রাসার কম্পাউন্ডে অনুষ্ঠানে বক্তরা এসব কথাবলেন।

তারা আরো বলেন, আজীবন ইসলামী জ্ঞানের সেবা করেছেন তারা৷ জাতিকে আলোর দিশা দিয়েছেন৷ তাদের সমৃদ্ধ জ্ঞান চর্চার আলোকে অসংখ্য ছাত্র কোরআন হাদীসে পান্ডিত্য অর্জন করেছে৷ জাতীয় ও ইসলামী অঙ্গনে তারা অসামান্য অবদান রেখেছেন৷ আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর হিসেবে আপোষহীনতার উদাহরন সৃষ্টি করেছেন৷ তাদের হারিয়ে আজ জাতি অনেক বড় সম্পদ থেকে বঞ্চিত হয়েছে৷ তাদের দেখানো তাকওয়া, দুনিয়াবিমুখতা, বাতিলের সামনে মাথা নত না করার আদর্শ যুগ যুগ ধরে সত্যানুসারীদের জন্য পাথেয় হয়ে রইবে৷

সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজমের সভাপতিত্বে এবং সহসভাপতি মফতি রফিকুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উলামা পরিষদের উপদেষ্টা ও জাতীয় আইম্মা পরিষদের আমীর আল্লামা মহিউদ্দিন রব্বানী, বিশেষ অতিথি ছিলেন পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানী ও আল্লামা সাঈদ আহমদ লাকসামী৷ স্মরনসভায় আরো বক্তব্য রাখেন মুফতী কাওসার হুসাইন, মুফতী সুলতান মাহমুদ, মুফতী মাহফুজ হায়দার কাসেমী সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ৷ পরিশেষে এই দুই বুযুর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ