বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


দেওয়ানগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে আখিমনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তার স্বামী শামীম হোসেনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আখিমনি সানন্দবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সানন্দবাড়ী লম্বা পাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে আখিমনির সঙ্গে একই ইউনিয়নের পাঠাধোয়া পাড়া গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

এই কারণে গৃহবধূ আখিমনি নিজের বাবার বাড়িতে থাকতেন। দুইদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পরেই আজ স্বামীর ঘর থেকে ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেই গৃহবধূর স্বামী শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ