বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে সাংবাদিকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুই মামলায় শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের খবর প্রকাশের ঘটনায় দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ রনিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাংবাদিক শাহ মোহাম্মদ রনি জাগ্রত বাংলা’র পাশাপাশি দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক।

রোববার (১৯ সেপ্টেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাছুম ইকবাল।

এর আগে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের আয়মান বিনতে ফেরদৌস (নূপুর) এর অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং অন্যান্য বিষয় নিয়ে গত ২৯ মে দৈনিক জাগ্রত বাংলা’য় খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে গত ৩০ মে রাতে নূপুরের বাবা আব্দুল ওয়াদুদ অদু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর গত ৩ জুন রাতে নূপুরের কর্মস্থল ঝিনাইগাতী খাদ্য গুদামের নৈশ প্রহরী একরামুল ইসলাম ঝিনাইগাতী থানায় আরেকটি মামলা দায়ের করেন। পরে সেসব মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান সাংবাদিক শাহ মোহাম্মদ রনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ