শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


সঙ্গীতশিল্পী ও ইসলামী আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাইক এক্সিডেন্টে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের প্রথিতযশা সংগঠন ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় নাশীদ শিল্পী ও ইসলামী আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাইক এক্সিডেন্টে আহত। তার আহত হওয়ার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ও সঙ্গীত শিল্পী আবু সুফিয়ান।

পাশাপাশি বাইক এক্সিডেন্টের পর আওয়ার ইসলামকে নিজের সার্বিক অবস্থার কথা জানিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে কিছুদিন পূর্বে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি পিরোজপুরে গিয়েছিলেন। সেখান থেকে বাইক যোগে আজ ফেরার পথে ব্রেকফেল করে তিনি আহত হোন এবং স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

তিনি সবাইকে দুঃচিন্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে এখন আমি লঞ্চে আছি। ঢাকায় ফিরছি। অবস্থা তেমন গুরুতর নয়। সবার কাছে দোয়া চাই যেন প্রাথমিক পর্যায় থেকেই আল্লাহ শেফা দান করেন।

মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে দেশের মানুষকে হৃদয় জুড়ানো ইসলামী সঙ্গীত উপহার দিয়ে আসছেন। বর্তমানে দেশের অনেক স্বনামধন্য নাশিদশিল্পী তার হাত ধরে এসেছেন সঙ্গীত জগতে। এছাড়া মাওলানা আবুল কালাম আজাদ বেশ কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলেও বেশ সুনামের সঙ্গে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ