বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সদ্য নির্বাচিত পাক বেফাকের সভাপতিকে মাওলানা ফজলুর রহমানের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমায়ের আহমেদ।।

বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা তাকি উসমানি। সদ্য নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ,- এর ইন্তেকালের পর সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা তাকি উসমানি।

পাকিস্তানের আঞ্চলিক পত্রিকাগুলোর খবরে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জামিয়া আশরাফিয়া লাহোরে। সেখানে মাওলানা ফজলুর রহমান বেফাকুল মাদারিসের প্রধানের জন্য মুফতি তাকি উসমানির নাম উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণও মাওলানা ফজলুর রহমানের মতামতের সাথে একাত্মতা পোষণ করেন। এর মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল্লামা তাকি উসমানি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মাওলানা ফজলুর রহমান মুফতি তাকি উসমানীকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ