বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আফগানিস্তানের জালালাবাদে হামলা, তালেবান সদস্যসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

আজ বুধবারের ঘটনায় রিকশায় করে একটি তল্লাশি চৌকিতে গিয়ে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

এতে অন্তত তিন জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই জন তালেবানের নিরাপত্তারক্ষী এবং একজন বেসামরিক ব্যক্তি। তালেবানের এক কর্মকর্তা এ হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

নানগারহার প্রদেশটিকে কয়েক বছর ধরেই আফগানিস্তানে আইএসের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত সপ্তাহেও সেখানকার প্রাদেশিক রাজধানীতে তালেবান সদস্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। সূত্র: এপি।

-এটি


সম্পর্কিত খবর