আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেননি তিনি।
নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার দিনের শেষ ভাগে তার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল।
জাতিসংঘ মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, এক বক্তব্যে তালেবানের বিরোধিতা করার কারণে গুলাম ইসাকজাইয়ের নাম রবিবার দিবাগত মধ্যরাতের পর বক্তাদের নামের তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ইসাকজাই আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের প্রতিনিধিত্ব করেন। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি এএফপি’কে বলেন, ‘দেশটি সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ আলোচনা থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে।’
তালেবান ইতিমধ্যেই তাদের দোহা-ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করেছে। তবে তার নিয়োগ এখনো অনুমোদন দেয়নি জাতিসংঘ।
জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটির কিছুটা সময় লাগবে।
-এটি