বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মদীনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের  মদীনা মুনাওয়ারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৫ জন।

সবক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, ‘ মদীনা মুনাওয়ারার আলি ইবনে আবি তালিব সড়কে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে করে এই দুর্ঘটনা ঘটে।

খবর পাওয়ার সাথে সাথেই সহায়তাকারী টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা জানিয়েছেন, আহতদের দ্রুতই নিকটবর্তী হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করানো হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মদীনা মুনাওয়ারার ট্রাফিক পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১২: ৩৯ মিনিটে  আলি ইবনে আবি তালিব সড়কে এই ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ট্রাফিক নীতি লঙ্ঘন করায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি গাড়িকেকে পিষে দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ