আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের একটি কারাগারে দু’টি গ্যাংয়ের সংঘর্ষে কমপক্ষে ২৪ বন্দি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৮ জন বন্দি।
মঙ্গলবার দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির কারা কর্মকর্তারা জানিয়েছেন, গুয়ায়েসের আঞ্চলিক কারাগারটিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। ১০টা ৪০ মিনিটে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় পর এক সংবাদ সম্মেলনে গুয়ায়েস রাজ্যের গভর্নর পাবলো অরোসেমেনা রাষ্ট্র এবং আইনের উপস্থিতি গ্রাহ্য করার আহ্বান জানান।
এক বিবৃতিতে ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ (এসএনএআই) জানায়, ‘গোলাগুলি ও বিস্ফোরণের কারণে কারাগারের মধ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ও সহিংসতার কারণে ২৪ জন কারাবন্দি নিহত হয়েছেন এবং ৪৮ জন আহত হয়েছেন।’
কারাবন্দিদের দুটি বড় গ্যাংয়ের চরম বিবাদকে দাঙ্গার কারণ হিসেবে ধরা হচ্ছে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
গত জুলাইয়ে এক দাঙ্গায় ২২ জন ও গত ফেব্রুয়ারিতে অপর এক দাঙ্গায় ৭৯ কারাবন্দি নিহত হন। তার আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন।
-এএ