শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সীমান্ত খুলেছে আফগানিস্তান-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আতাউল্লাহ ।।

আফগানিস্তানের নতুন সরকার আফগান-ইরান সীমান্ত ক্রসিং ‘ইসলাম কালাআহ’ পুনরায় খুলে দিয়েছে। আফগানিস্তানের হেরাত অঞ্চল থেকে বরাবর ইরানের সাথে সংযুক্ত এ ক্রসিংটি।

সীমান্ত ক্রসিং থেকে আল-জাজিরার প্রতিনিধি ইহাব আল আকদী জানান, সীমান্ত খুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর শত শত আফগান নাগরিক সোমবার তাদের দেশে ফিরে আসে। ইরানে অবস্থানরত আফগানীদের প্রয়োজনীয় আসবাবপত্র আনার জন্য সেখানে ট্রানজিট চলাচল অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরো বলেন- সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ট্রাক ও বাহন চলাচল রয়েছে। এই সীমান্ত ক্রসিংটি আফগান সরকারের মৌলিক একটি আয়ের উৎস। কেননা এই সীমান্ত ক্রসিংয়ের দাম উঠেছে ৬০ মিলিয়ন ডলার। করোনার সংকট পরিস্থিতিতে ৩০-৪০ মিলিয়ন ডলার মূল্য কমে গেছে।

সেখানকার প্রতিবেদক ইহাব আল-কাদরী দুই দিকের সীমান্তের কঠোর নিরাপত্তার বিষয়ে অবগত করেন। তিনি আরো বলেন- আফগানিস্তানে ইরানের রপ্তানির পরিমাণ প্রতিবছর ৩.৫ মিলিয়ন ডলার। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ