বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

বাহরাইনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল বছর এক চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এর প্রেক্ষিতে এক বছরেরও কম সময়ের মধ্যে দেশটি সফরে গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। এই সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

খবরে বলা হয়, সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরায়েলি কোনো শীর্ষ কর্মকর্তা বা কূটনীতিকের এটিই প্রথম বাহরাইন সফর। বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে লাপিদের এই সফর বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের এক বিবৃতিতে জানানো হয়, এ সফরে মানামায় ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী লাপিদ। এ ছাড়া উভয় দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এই সফর নিয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়িয়েছে দেশটির সরকার। তবে রাজধানীর রাস্তায় কোথাও ইসরায়েলি পতাকা চোখে পড়েনি।

এদিকে, ইসরায়েলি মন্ত্রীর সফরের প্রতিবাদে দেশটির রাজপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক বাহরাইনি। এ সময় তেল আবিবের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে তাদের। অনলাইনেও ইসরায়েলবিরোধী হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ চলছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কয়েকটি আরব দেশ। এর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন ও সুদান। ওই অঞ্চলের মিশর, জর্ডান ও তুরস্কের সঙ্গে ইসরায়েলের আগে থেকেই সম্পর্ক রয়েছে। সৌদি আরবও গোপনে তেল আবিবের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ