আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ১৬ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে বাসচালকসহ চারজন যাত্রী রয়েছেন।
মেঘালয় রাজ্যের পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে নোংচ্রামে রিংদি নদীতে বাস পড়ে যায়। খবর পেয়ে সেখানে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে ভাসমান অবস্থায় চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, চালক বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ঘটনা।
-এটি