আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, রোববার (২ সেপ্টেম্বর) মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।
তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সে সময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।
এনটি