আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। আজ রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় ওই মসজিদে তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে এক দোয়া মাহফিল চলছিল বলে তালেবানের মুখপাত্র বিলাল করিমি জানান।
বার্তা সংস্থা এপিকে বিলাল করিমি বলেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও মসজিদের প্রবেশপথে থাকা বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সঠিক সংখ্যা জানাননি তিনি। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান বিলাল করিমি। আইএস আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে। আইএস তালেবানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছে, যার মধ্যে নানগাহারের প্রাদেশিক রাজধানী জালালাবাদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডও রয়েছে।
এর আগের গত ২৬ আগস্ট কাবুল বিমান বন্দরের প্রবেশ পথে চলানো ভয়াবহ হামলার দায়ও স্বীকার করেছে আইএস। ওই হামলায় ১৩ জন মার্কিন সেনা সহ ১৮৫ জন নিহত হয়।
-এটি