মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উদ্বোধন হলো জমিয়তে উলামায়ে হিন্দের 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। যুবকদের উন্নয়নের লক্ষ্যে উদ্বোধন হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দের 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার' এর নিজস্ব কার্যালয়ের। ভারতের দেওবন্দে ২৫ একর জমির উপর গড়ে উঠবে এ জমিয়ত ইয়ুথ ক্লাব।

গতকাল মঙ্গলবার 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার' এর ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন জমিয়তের উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আস‌আদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস, উস্তাদে মুহতারাম; মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য শিক্ষক মাওলানা সালমান বিজনৌরি, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসিমী, নায়েবে আমীরুল হিন্দ, পীর ও মুরশিদ মুফতি মুহাম্মদ সালমান মানসুরপুরি প্রমুখ।

এর আগে ভারতীয় স্কাউট ও গাইডের আওতায় মুসলিম যুবকদের দেশ ও নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশের সর্ববৃহৎ মুসলিম জামায়াত জমিয়ত উলামা-হিন্দ।

সম্প্রতি ভারতের সর্ববৃহত মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী এ ইয়ুথ ক্লাবের উদ্বোধন করেন। এর নাম দেয়া হয় জমিয়ত ইয়ুথ ক্লাব।

জমিয়ত ইয়ুথ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, আজ দেশের পরিস্থিতি আপনাদের সবার সামনে, প্রায় জায়গায় প্রতিদিন হিংস্র জনতার হামলায় নিহত হচ্ছে মুসলিম। অথচ সংবিধান দিয়েছে সকল নাগরিকদের আত্মরক্ষার অধিকার। যদি হঠাৎ আপনার জীবনের উপর হামলা হয়, অবশ্যই আপনাকে আত্মরক্ষা করতে হবে। এজন্যই জমিয়ত ইয়ুথ ক্লাব প্রশিক্ষণ দিচ্ছে তরুণদের, যুবকদের।

কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যদি কোন দেশের নাগরিক দুর্ঘটনায় পড়ে, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি পানিতে ডুবে যায়, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি আগুনের মত দুর্ঘটনার শিকার হয়, সে কিভাবে রক্ষা পাবে, এই সকল পরিস্থিতি মোকাবেলা প্রশিক্ষণ দিচ্ছে জমিয়ত ইয়ুথ ক্লাব।

কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে? এ পশ্নের জবাবে জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানী জানিয়েছেন, দেশের যে কোন প্রান্তে জমিয়তে উলামায়ে হিন্দের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন, মনে রাখবেন, আপনাকে যা প্রশিক্ষণ দেওয়া হবে তা সংবিধানের মধ্যে দেওয়া হবে।

সূত্র: জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল পেইজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ