বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে কেউ যেন হয়রানির শিকার না হয়: ইউএনও তাহমিলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট থেকে>

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন, জন্ম/মৃত্যুর ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে যেন হয়রানী না করা হয়, অতিরিক্ত টাকা নেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান।

আজ বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাগণের ‍উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক কনফারেন্স কক্ষে সকাল ১১টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ রেহান উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসারপ্রতুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাস সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ২০২০-২১ অর্থ বছরে জন্ম ও মৃত্যুর ৪৫দিনের মধ্যে সর্বাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সরকারী কোষাগারে অর্থ জমা করায় উপজেলাধীন ১০টি ইউনিয়নের মধ্যে ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে পুরস্কার প্রদন করা হয়। পুরস্কার গ্রহণ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন সিহাব, ইউপি সচিব মো :আব্দুল্লাহ, হিসাব সহকারী সিরাজুল ইসলাম, এবং উদ্যাক্তা মো: কামরুল হাসান।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ