আওয়ার ইসলাম সেস্ক: বিজেপি সরকারের অধীনে ভারতে স্বৈরতন্ত্র চলছে বলে অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।
আজ বুধবার রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধী। এ সময় ভারতের কণ্ঠস্বর গুঁড়িয়ে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পার্সটুডে জানায়, বিজেপির শাসনে থাকা উত্তর প্রদেশে গত রোববার কৃষকদের এক বিক্ষোভে গাড়ি চালিয়ে দেয়া হলে ৪ কৃষক নিহত হন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।
ওই ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়লে আরো ৪ জনের মৃত্যু হয়, যা দেশজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি করে। এর প্রেক্ষিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। তাতেও পরিস্থতি শান্ত হয়নি, বরং কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছেন কৃষকরা।
কৃষক নিহত হওয়ার বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কিছু দিন ধরেই আন্দোলনরত কৃষকদের ওপর আক্রমণ করে আসছে সরকার। এবার তাদের পিষ্ট করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর, তার ছেলেকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
তিনটি কৃষি আইন বিল এনে কৃষকদের অধিকার হরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল লক্ষনৌতে গেলেও লখিমপুর খেরিতে যেতে পারেননি। নিহত কৃষকদের ময়নাতদন্তও সঠিকভাবে হচ্ছে না। অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
ভারত এখন বিজেপি ও আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য করে কংগ্রেস নেতা বলেন, দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একইভাবে দেশের সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এভাবে আজ দেশে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে।
-এটি