আওয়ার ইসলাম ডেস্ক: ভারত শাসিত কাশ্মিরের শ্রীনগরের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রীনগর ইদগাহ এলাকায় সরকারি বয়েস স্কুলে ঢুকে ওই শিক্ষকদের হত্যা করা হয়। অনলাইনে ক্লাস চলায় ওই সময়ে সেখানে কোনও শিক্ষার্থী ছিলো না।
গত মঙ্গলবার শ্রীনগরে তিন ব্যক্তিকে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে ওই দুই শিক্ষককে হত্যা করা হলো। গত পাঁচ দিনে বিভিন্ন হামলায় সাত ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের জন্য দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে (টিআরএফ) দায়ী করেছেন জম্মু ও কাশ্মির পুলিশের প্রধান। জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, ‘টিআরএফ করাচি থেকে পরিচালিত হয়। আমরা শিগগিরই এই যোগসূত্র ছিন্ন করবো। আক্রান্তরা কোনও গ্রুপের সদস্য নয়।’
-এটি