বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

জেলাব্যাপী ব্যাপক কাজের রোডম্যাপ ঘোষণা করলো সিলেট জেলা ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় বৈঠকে সামনের ৩ মাসে তৃণমূলে ব্যাপক কাজের সিদ্ধান্ত ও রোডম্যাপ করা হয়।

০৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বৈঠকে হওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বর্ধিত সভা, ১৫ নভেম্বরের ভেতরে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনপূর্বক উপজেলা কমিটি গঠন করা, জেলাধীন প্রতিটি ক্যাম্পাসে কমিটি গঠন করার প্রক্রিয়া জোরদার করা, ক্যাম্পাস শাখা গঠন উপলক্ষ্যে যুগ্ম-সম্পাদক কাওসার আহমদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট উপকমিটিও গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ, অর্থ সম্পাদক সালমান চৌধুরী, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্যসম্পাদক আব্বাস উদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল কাশিম, পাঠাগারসম্পাদক ফয়সল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহিদ আল হাসান, ছিদ্দিক আলম, সুফিয়ান আহমদ, শামসুল ইসলাম, আব্দুল্লাহ মাহফুজ, প্রমুখ।
পরিশেষে সিলেট জেলা ছাত্র জমিযতের সভাপতি আব্দুল হামিদ খান বলেন।

সংগঠনহীন ক্যারিয়ার আর ক্যারিয়ারহীন সংগঠন কারো জন্যই কল্যাণকর নয়। এটা না ইসলাম চায় আর না ইসলাম বলে। কাজেই ক্যারিয়ার ও সংগঠনের কাজ গুরুত্বসহকারে করতে হবে। ক্যারিয়ার দিয়ে সংগঠনকে পরিচালনা করতে হবে এবং সাংগঠনিক যোগ্যতা দিয়ে নিজেদের ক্যারিয়ারকে সমাজজীবনে কাজে লাগাতে হবে।

কেন্দ্রীয় ছাত্র জমিয়তের নির্দেশনা, সংবিধান ও মুরব্বীদের পরামর্শের আলোকে শতভাগ আনুগত্য, ত্যাগ, পরিশ্রম করে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে তিনি সবাইকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ