শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


দেড় বছর পর চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের ভিসা দেওয়া হবে।

আর যারা বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করবেন তাদের অপেক্ষা করতে হবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কোভিড মহামারির কারণে পর্যটক ভিসা প্রদান স্থগিত হওয়ার দেড় বছর পর এই পদক্ষেপ নিল দেশটির সরকার।

দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ