জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের শিক্ষা মন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, ‘দেশটির সব মাদরাসা নিবন্ধনের আওতায় আনা হবে, যেসব মাদরাসা নিবন্ধনের আওতায় আসবে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে। ধীরে ধীরে দেশটির সরকার এই আইন বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি’। খবর হাম নিউজের।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, দেশে ৩৫ হাজারের বেশি মাদরাসা রয়েছে; তবে এর মধ্যে শুধু ৮ হাজার মাদরাসা নিবন্ধনভুক্ত। বাকি ২৭ হাজার এখনো নিবন্ধনের বাইরে।
দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজার মাদরাসা নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে , বাকি মাদ্রাসাগুলোর নিবন্ধন কাজ চলমান রয়েছে।
পাকিস্তানের শিক্ষা মন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, যে মাদরাসাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আসবে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে। ধীরে ধীরে দেশটির সরকার এই আইন বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এনটি