আন্তর্জাতিক ডেস্ক: বামিয়ান উপত্যকার ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্থাপনার পাহারা দিচ্ছেন তালেবানের সশস্ত্র যোদ্ধারা।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বামিয়ান উপত্যকার ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্থাপনার কাছে দুই তরুণ তালেবান যোদ্ধাদের অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের অভিযোগ করা হয়েছে, প্রথম দফায় আফগানিস্তানের শাসন ক্ষমতায় থাকাকালে বামিয়ান উপত্যকার গৌতম বুদ্ধের দুটি মূর্তি ভেঙ্গে দিয়েছিল তালেবান।
তালেবান সদস্য সাইফুর রহমান মুহাম্মদি জানান, তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ইউনেস্কোর কর্মীদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাদের নিরাপত্তার ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এনটি